Home পরিবেশ পঞ্চগড়ে শীতের কাঁপন, তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে শীতের কাঁপন, তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পঞ্চগড়:তরতরিয়ে নামছে পারদ। জেলাজুড়ে শুরু হয়েছে শীতের দাপট। এখন পর্যন্ত মৌসুমের শীতলতম দিন আজ বৃহস্পতিবার ১৪ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে পঞ্চগড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

কয়েকদিন ধরে দিনে আগের মত তাপমাত্রা নেই। বেলা গড়াতেই ঠাণ্ডা পড়তে শুরু করে। হিমালয়ের খুব কাছে অবস্থান দেশের উত্তরের জেলা পঞ্চগড়। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে প্রতিবছর পঞ্চগড়েই শীত শুরু হয় আগে এবং শেষও হয় সবার পরে। এবার এর ব্যত্যয় ঘটেনি। হেমন্তের শুরু থেকেই মাঝারি কুয়াশা । সেই সঙ্গে নামতে শুরু করে সর্বনিম্ন তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুভূত হয় শীত। দিন-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।

 

সরেজমিনে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতের দাপট বাড়ায় বাজারে গরম পোশাক বিক্রি বেড়েছে। সেইসঙ্গে লেপ-তোশক তৈরি কারিগরদের ব্যস্ততাও বেড়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর এবং নওগাঁর বদলগাছিতে।

তবে এই শীতের আমেজ স্থায়ী হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মূলে রয়েছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।