Home আইন-আদালত বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পঞ্চগড়:হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় ১৬ আসামির জামিন মঞ্জুর করায় ক্ষুব্ধ হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন মামলার বাদী। এতে হত্যা মামলার বাদী মিনারা আক্তারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ ঘটনা ঘটে।আদালত সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর সদর উপজেলার সাতমেরা এলাকায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ইয়াকুব আলী (৮৩) নিহত হন। ওই দিনই রাতেই নিহতের মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে ইয়াকুবের ছোট ভাইসহ ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সোমবার মামলার ১৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অলরাম কাজী তাদের সবার জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলামও ইয়াকুব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন। এ অবস্থায় সব আসামিকে জামিন দেয়া কোনভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিবাদীপক্ষের আইনজীবী রাকিবুত তারেক বলেন, আসামিদের আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। তাদের অধিকাংশই নারী। আর মামলায় যারা মূল আসামি, তারা আত্মসমর্পন করেনি। নির্যাতনের পর হত্যার কথা বলা হলেও প্রকৃতপক্ষে ইয়াকুব হার্টঅ্যাটাকে মারা গেছেন বলেও দাবি করেন আসামিপক্ষের আইনজীবি। যেহেতু মামলায় জব্দ তালিকা এবং সুরতহাল রিপোর্ট নথিতে নেই, তাই সার্বিক বিবেচনায় এই জামিন দেয়া হয়েছে। এতে বাদী উত্তেজিত হয়ে বিচারকের উদ্দেশে জুতা নিক্ষেপ করেন।

আটক তরুণী মিনারা আক্তার। ছবি সংগৃহীত

বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবীব বলেন, “বিচারকের ক্ষমতা আছে তিনি জামিন দিয়েছেন। আমরা বলেছিলাম হত্যা মামলার সাতদিন হলো, আজ কুলখানি; কিন্তু বিচারক সুরতহাল রিপোর্ট চান। পরে জামিন দেন তিনি। এর মধ্যে বাদী এসে কান্নাকাটি শুরু করেন।”

এ বিষয়ে কোর্ট পরিদর্শক মো. জামাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আদালতে বিশৃঙ্খলা হওয়ার কারণে বাদী মিনারা আক্তারকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।