বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি ঝুঁকি বিবেচনায় পতেঙ্গা ও কক্সবাজার সৈকতে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পতেঙ্গা সৈকতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কমিশনার মো. মাহাবুবুর রহমান জানান, করোনা মোকাবেলায় সরকার সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ-নিজ বাসা-বাড়িতে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে ঘোরাঘুরি করছে। তাছাড়া, জনসমাগমে ভাইরাস সংক্রমণের প্রচুর ঝুঁকি। তাই পতেঙ্গা সৈকতে জনসমাগম বন্ধ করে দেয়া হয়েছে।
নিষেধাজ্ঞার পরপরই পতেঙ্গা সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। সৈকত এলাকা ও আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন বুধবার সৈকতে জনসমাগম বন্ধ করে দিয়েছে। প্রশাসনের সিদ্ধান্তের পর সেখানে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে পর্যটকদের সৈকত ছেড়ে যাওয়ার অনুরোধ জানান। গত কয়েকদিন ধরে কক্সবাজার সৈকতের জনসমাগম নিয়ে এলাকাবাসী করোনা আতংকে ছিলেন।
কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি , রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠির মাঝে সচেতনতা তৈরি, এনজিওতে কর্মরত বিদেশী কর্মকর্তাদের করোনা ভাইরাসের ব্যাপারে সতর্কতাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান জানান, করোনা মোকাবেলায় সারাদেশের মতো কক্সবাজারেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিমান বন্দর ও টেকনাফ স্থলবন্দরে রয়েছে মেডিকেল টিম। রামু ও চকরিয়ায় একশো শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।