Home শেয়ারবাজার পতেঙ্গা বারাকা পাওয়ারের বিডিং শুরু হচ্ছে

পতেঙ্গা বারাকা পাওয়ারের বিডিং শুরু হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) নির্ধারণে নিলাম (বিডিং) সোমবার ( ২২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।েএইদিন বিকাল ৫টা থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত টানা এই নিলাম হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৫৫তম সভায় বারাকা পতেঙ্গা পাওয়ারকে নিলামের অনুমোদন দেয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন উত্তোলন করে কোম্পানিটি দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগের পাশাপাশি আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে।