Home Uncategorized পরিবহন ধর্মঘটের জেরে আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা

পরিবহন ধর্মঘটের জেরে আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পরিবহন ধর্মঘটের জেরে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং বেনাপোলসহ স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে।

চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহবুবুল আলম বলেন,অর্থনীতির স্বার্থে এ অচলাবস্থা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নজরুল ইসলাম বলেছেন, পরিবহন ধর্মঘটের কারণে কোনো ফ্যাক্টরি থেকে রপ্তানি পণ্য বন্দরে পাঠানো যাচ্ছে না। একইভাবে আমদানিকৃত কাঁচামালও বন্দর-অফডকে আটকা পড়ে আছে। ফলে পোশাক খাতের ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে। ধর্মঘট পরিস্থিতির দ্রুত অবসান না হলে অনেক প্রতিষ্ঠান শিপমেন্ট ফেল করতে পারে আশংকা করেছেন তিনি।

দুই দিন ধরে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার চলাচল বন্ধ। ফলে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোয় পণ্য পরিবহনে সংকট বিরাজ করছে।

দেশের বড় স্থলবন্দর বেনাপোলে কোনো পণ্যবাহী পরিবহন চলাচল করছে না। দিনাজপুরের হিলিতে আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রভাব না থাকলেও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

শাহজাদপুরের বাঘাবাড়ীসহ অন্যান্য নৌবন্দরেও অচলাবস্থা রিরাজমান।