বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশজুড়ে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা শুক্রবার সকাল থেকে শুরু করেছেন ধর্মঘট।
রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোয় অনেক যাত্রীকে অপেক্ষমান। বাস চলাচল বন্ধ থাকার সুযোগে রিকশা ও সিএনজি অস্বাভাবিক ভাড়া হাঁকছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নও দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার।
পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, তেলের দাম বাড়ায় বর্তমান ভাড়ায় তারা গাড়ি চালিয়ে পোষাতে পারবে না।
এদিকে, রাজধানীর মতো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ সারা দেশে সকাল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল।