বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বজুড়ে অতিমহামারীর প্রকোপ কিছুদূর কমতেই পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ।
জাতিসংঘের ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট কনফারেন্স অনুযায়ী ২০২০ ও ‘২১ সালে বিশ্ব জুড়ে ব্যবসার ক্ষতি হয়েছে ৪ হাজার কোটি ডলার। এই প্রেক্ষিতে পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য উদ্যোগী হয়েছে বিভিন্ন দেশ। যদিও জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের আগে পর্যটন শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরে আসার সম্ভাবনা কম।
বিশ্ব জুড়ে এখন ভ্যাকসিনেটেড মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে ট্যুরিস্ট সিজনে পর্যটনকেন্দ্রগুলি খুলে দিতে চাইছে আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশ। পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তার জন্য প্রত্যেক বহিরাগতকে ভ্যাকসিনেশনের প্রমাণপত্র আনতে হবে। দ্বিতীয়ত, বিমান বন্দরেই পর্যটকদের আরটি পিসিআর টেস্ট করা হবে। তৃতীয়ত কোনও কোনও ক্ষেত্রে বহিরাগতদের কোয়ারান্টাইনেও রাখা হতে পারে।
আমেরিকা
মার্কিন প্রশাসন ঘোষণা করেছে, আগামী মাসেই পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়া হবে। ৮ নভেম্বর থেকে পর্যটকরা বিমানে আমেরিকায় আসতে পারবেন। তাঁদের সঙ্গে থাকতে হবে আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার প্রমাণ। আগামী দিনে পর্যটকদের জন্য আরও কয়েকটি বিধি ঘোষণা করা হবে।
থাইল্যান্ড
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা থাইল্যান্ডের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন। মোট ১০ টি ‘লো রিস্ক কান্ট্রি’ অর্থাৎ যেখানে অতিমহামারীর প্রকোপ ইতিমধ্যে কমে এসেছে, সেখানকার পর্যটকরা ঢোকার অনুমতি পাবেন। তাঁদের দেশ থেকে নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট আনতে হবে। থাইল্যান্ডে এসে আর একবার আরটি পিসিআর টেস্ট করাতে হবে। যে দেশগুলিকে থাইল্যান্ড ‘লো রিস্ক কান্ট্রি’ বলে মনে করছে, তাদের মধ্যে আছে চিন, জার্মানি, সিঙ্গাপুর, ব্রিটেন এবং আমেরিকা।
শ্রীলঙ্কা
পর্যটকদের সঙ্গে থাকতে হবে ভ্যাকসিনেশানের সার্টিফিকেট। তাছাড়া বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে তাঁদের করাতে হবে আরটি পিসিআর টেস্ট। রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের কোয়ারান্টাইনে থাকতে হবে না। কিন্তু ভ্যাকসিন না নিয়ে কেউ শ্রীলঙ্কায় এলে তাঁকে ১৪ দিন থাকতে হবে কোয়ারান্টাইনে।
দুবাই
পর্যটকদের দুবাই আসার আগে ৯৬ ঘণ্টার মধ্যে করাতে হবে আরটি পিসি আর টেস্ট।