Home Second Lead পাম তেল রপ্তানি ফের শুরু করছে ইন্দোনেশিয়া

পাম তেল রপ্তানি ফের শুরু করছে ইন্দোনেশিয়া

রান্নার তেলের দামে ব্যাপক পতন আসন্ন!

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইন্দোনেশিয়া পাম তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। সোমবার থেকে তা কার্যকর হচ্ছে।

ইন্দোনেশিয়া বলেছে যে দেশীয় রান্নার তেল সরবরাহের উন্নতির কারণে  পাম তেলের উপর থেকে তিন সপ্তাহের পুরনো রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে।  ইন্দোনেশিয়া, বিশ্বের বৃহত্তম পাম তেল রপ্তানিকারক, দেশীয় রান্নার তেলের আকাশছোঁয়া দাম রোধ করার প্রয়াসে ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল এবং কিছু পণ্যের চালান স্থগিত করে।

ইন্দোনেশিয়ার আইনপ্রণেতারা ঐ নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ করার এক মাসেরও কম সময় পরে এই ঘোষণা আসে। কারণ এটি উৎপাদনে জড়িত কৃষক এবং শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকোই বলেছেন যে সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করছে।

পাম তেল হল ইন্দোনেশিয়ার আয়ের প্রধান উৎস এবং বছরে প্রায়৪ কোটি ৮০ লাখ টন উৎপাদন করে।

ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাজারে রান্নার তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। পাম তেল খাদ্য থেকে সাবান থেকে জ্বালানী পর্যন্ত সবকিছুতে ব্যবহার করা হয়।