Home Third Lead পুঁজিবাজারে ২০১৭ সালের রেকর্ড ভাঙার সম্ভাবনা

পুঁজিবাজারে ২০১৭ সালের রেকর্ড ভাঙার সম্ভাবনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন হয়েছে। আর তা হয়েছে ব্যাংকের শেয়ারের ওপর ভর করে।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। ৩৯ মাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি। বাজারের এই উল্লম্ফনে সূচকটি ৫৯৮৬ পয়েন্টে উন্নীত হয়েছে, যা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ অবস্থান। ডিএসইর প্রধান সূচকটি পরিবর্তনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল ২০১৭ সালের ২৬ নভেম্বর। সেদিন সূচকটির অবস্থান ছিল ৬৩৩৬ পয়েন্টে। পুঁজিবাজারে বর্তমানে যে চাঙ্গাভাব বিরাজ করছে, তাতে করে সূচকটি ২০১৭ সালের সর্বোচ্চ অবস্থানের রেকর্ড ভাঙবে বলে মনে করছেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।

উল্লম্ফনে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংক খাত। বা মূলধনে খাতটির অবস্থান দ্বিতীয় হলেও ফ্রি-ফ্লোট শেয়ারের হিসেবে শীর্ষে ব্যাংক খাত। মূলত ফ্রি-ফ্লোট শেয়ার বিবেচনায় নিয়ে স্টক এক্সচেঞ্জের সূচক গণনা করা হয়। এ কারণে সূচকে সবচেয়ে প্রভাবশালী খাত হচ্ছে ব্যাংক। তাই সূচক বৃদ্ধিতে ব্যাংক খাতই অগ্রণী ভূমিকা রেখেছে। খাতটির বাজার মূলধন বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। তালিকাভুক্ত ৩১ ব্যাংকের মধ্যে ৩০টির দরই বেড়েছে। এর মধ্যে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত দর বেড়েছে ১৫টি ব্যাংকের।

খাতওয়ারি হিসাবে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বীমার। গড়ে খাতটির প্রতিটি কোম্পানির দর বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, সিমেন্ট, সিরামিকস, বস্ত্র, টেলিযোগাযোগ ও মিউচুয়াল ফান্ডের দরও বেড়েছে। বিপরীতে সেবা ও নির্মাণ, খাদ্য ও অনুষঙ্গ, পাট, কাগজ, এনবিএফআই ও ট্যানারি খাতের দর কমেছে।