বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুড়িগ্রাম: স্বামী-স্ত্রী দু’জনই চাকরি করতেন নারায়নগঞ্জে এক পোশাক শিল্প কারখানায়। তাদের রয়েছে দেড় বছরের একটি শিশুকন্যা। নাম সিনথিয়া।
দাম্পক্য কলহের জেরে স্বামী শাওন মিয়া মেয়েকে নিয়ে চলে আসেন কুড়িগ্রামে উলিপুর উপজেলার কাশিয়াগাড়ি গ্রামে। সপ্তাহ দেড়েক পরেও কোন যোগাযোগ না করায় স্ত্রী জান্নাতি বেগম স্বামী সন্তানের খোঁজে নারায়নগঞ্জ থেকে চলমান লকডাউনের মধ্যে কখনও হেঁটে কখনও রিক্সায় আর কখনও ভ্যানে করে পৌঁছেন শ্বশুর বাড়ি ১ মে। কিন্তু স্বামী, শাশুড়ি তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। এমন কি স্থানীয় গণ্যমান্যদের অনুরোধও রক্ষা করেনি। জান্নাতি আর কোন উপায় না দেখে পার্শ্ববর্তী মাদ্রাসা মাঠে গিয়ে আশ্রয় নেন। এরমধ্যে শুরু হয় ঝড়বৃষ্টি। সন্তান ও স্বামী ফিরে না পেলে আত্মহত্যার হুমকি দেয় ।
স্থানীয় জনসাধারণ বিষয়টি পুলিশ সুপার মহিবুল ইসলাম খানকে অবহিত করেন। তিনি অবিলম্বে ব্যবস্থা নিতে বলেন উলিপুর থানা পুলিশকে। জান্নাতিকে উদ্ধার করে স্বামীর বাড়িতে পৌঁছে দেয় এবং সমঝোতা করে দেয় উলিপুর পুলিশের একটি টিম।
জান্নাতি এখন হোম কোয়ারেন্টাইনে।শাওন আগে থেকে হোমকোয়ারেন্টাইনে। তাদের জন্য এক সপ্তাহের চাল, ডাল, তেল আলু ও সাবানের ব্যবস্থা করে দিয়েছে পুলিশ প্রশাসন।