বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিবেশি দেশটি আর পেঁয়াজ রপ্তানি করবে না বলে এক আদেশে উল্লেখ করেছে।
অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের (২০২৪) মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টিপাতের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ টাকা করে বেড়ে গেছে। দাম দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চলতি অর্থবছরের ১ এপ্রিল থেকে ৪ অগস্টের মধ্যে ভারত থেকে ৯ লাখ ৭৫ হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছে । মূল্যের দিক থেকে শীর্ষ তিনটি আমদানিকারক দেশ হল বাংলাদেশ, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী । চলমান খারিফ মরশুমে পেঁয়াজের কভারেজের ব্যবধান বৃদ্ধির খবরের মধ্যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে ।