Home টপ নিউজ পেঁয়াজের দর নিম্নমুখী, এবার লবণ নিয়ে গুজব

পেঁয়াজের দর নিম্নমুখী, এবার লবণ নিয়ে গুজব

বিজনেসটুডে২৪: পেঁয়াজের দর কমছে দ্রুত।   দেশের কোথাও কোথাও কেজিতে ১০০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।  তবে,এবার শুরু হয়েছে লবণ নিয়ে গুজব।   বিভিন্ন স্থানে লবণ কেনার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ।  তবে, শিল্প মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে লবণের কোন সংকট নেই এবং  পর্যাপ্ত মজুত রয়েছে ।

পেঁয়াজ সংকট সামাল দিতে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বড় বড় শিল্প গোষ্ঠি আমদানির উদ্যোগ নিয়েছে।  ইতিমধ্যে বিভিন্ন দেশের পেঁয়াজ আসতে শুরু করেছে।  অপরদিকে, স্থানীয় নতুন পেঁয়াজও তোলা আরম্ভ হয়েছে। টিসিবি বিভিন্ন স্থানে ৪৫ টাকা দরে বিক্রি করছে পেঁয়াজ।  এসব প্রেক্ষাপটে সবখানে দর নিম্নমুখী।  ঈশ্বরদী ও আশেপাশের হাট-বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে কমতে শুরু করেছে।  সর্বশেষ কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যটির দাম।  গত কয়েকদিন ধরে সকাল-বিকেল বাড়তে বাড়তে ২৫০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের অগ্নিমূল্যে দেশ জুড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে।  বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও লাভ হয়নি তেমন।  কিন্তু সোমবার হতে দাম কমতে শুরু করেছে।  ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। সব মিলিয়ে গত দুইদিনে লাফিয়ে লাফিয়ে কমছে পেঁয়াজের দাম।

এদিকে, লবণ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে সরকারিভাবে জানানো হয়েছে, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে।  এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হয়েছে।  ইতিমধ্য কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে। দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো ধরণের ঘাটতি বা সংকট হবার প্রশ্নই ওঠে না। একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে।

নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে মঙ্গলবার ভোরে লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন ‘গুজব’ ছড়িয়ে পড়লে পৌরসদরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।  এ সময় ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান।  লবণের দাম বেড়েছে খবর শুনে বিভিন্ন দোকানে ক্রেতারা সর্বনিম্ন ৫ কেজি থেকে সর্বোচ্চ ২০ কেজি করে লবণ ক্রয় করছেন। উপজেলা প্রশাসন পৌরসদরসহ উপজেলার সর্বত্র মাইকিং করে লবণের দাম বৃদ্ধির বিষয়টি ‘গুজব’ বলে জনগণকে সচেতন করছে। এ সময় হাওরাঞ্চলের অনেক ক্রেতা লবণ কিনতে ভিড় ও অতিরিক্ত লবণ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লে উপজেলা প্রশাসন ব্যবসায়ীকে অতিরিক্ত লবণ বিক্রি করতে সতর্ক ও জনগণকে লবণের দাম বাড়বে না বলে সান্ত্বনা দেন।