Home শিক্ষা পেটে চাকু ধরে জবি নিরাপত্তাকর্মীর সর্বস্ব ছিনতাই

পেটে চাকু ধরে জবি নিরাপত্তাকর্মীর সর্বস্ব ছিনতাই

 
এস এম শাহাদাত হোসেন অনু, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নিরাপত্তাকর্মীর পেটে চাকু ধরে টাকা, মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সেই নিরাপত্তাকর্মীর নাম কামাল হোসেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ভিকটিম কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ে আসার সময় রাজধানীর বাবু বাজার ব্রিজের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে সকাল ৬ টায় আসতে হয়। তাইখুব সকালে সিঁড়ির নিচে দাঁড়িয়ে সিএনজি খুঁজছিলাম। এমন সময় দুইজন মোটরসাইকেল নিয়ে আমার পথ রোধ করে দাঁড়ায়। বাইকের পেছনের জন আমার পেটে চাকু ধরে সবকিছু দিতে বলে। না হলে চাকু পেটে ঢুকিয়ে দিবে বলে ভয় দেখায়। সেসময় আশেপাশে কেউ ছিল না। তাই আমার কাছে থাকা ১২ হাজার টাকার টাচ ফোন ও মানিব্যাগ দিয়ে দিই। এরপর তারা দ্রুত চলে যায়।
নিরাপত্তাকর্মী আরও বলেন, গাড়ির পেছনে কোন নাম্বার ছিল না। চালকের মুখে হেলমেড ও গায়ে কালো কোট পরা ছিল। আর যে চাকু ধরেছিল তার পরণে হলুদ কোট ও মুখে মাফলার দিয়ে ঢেকা ছিল। তাদেরকে চিনতে পারিনি। এ ঘটনায় আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পুলিশ এখনো াম্কে কিছু জানায়নি।
ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, আমাদের সকলের থাকার ব্যবস্থা ক্যাম্পাসে নেই। তাই খুব সকালে বাইরে থেকে ক্যাম্পাসে আসতে গেলে গাড়ি না পাওয়া ও এমন ছিনতাইয়ের ঝুঁকি নিয়ে আসতে হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এবিষয়ে আমাকে এখনো কেউ কিছু জানায়নি। জানালে সংশ্লিষ্ট থানার পুলিশ ও আইন প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।