Home আন্তর্জাতিক নীরবতা পালনের পর খবর এল মারা যাননি সেই খেলোয়াড়

নীরবতা পালনের পর খবর এল মারা যাননি সেই খেলোয়াড়

ছবি সংগৃহীত

বুলগেরিয়া: ম্যাচ শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে গোটা দল। দলের প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে নীরবতা পালন করে বর্তমান দল। কিন্তু পরে জানা যায় ওই খেলোয়াড় নাকি মৃত্যুবরণ করেননি। এই খবরে চারিদিকে শোরগোল পড়ে যায় বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালিকে ঘিরে। যদিও অযাচিত ভুলের জন্য এই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চায় ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা দুঃখ প্রকাশও করে।

লেভস্কি সোফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আরদা কারজালি। ম্যাচ শুরুর আগে দুই দলই যোগ দেন এই নীরবতা পালনে। শোক প্রকাশ শেষে খেলা শুরু হয়। কিন্তু ম্যাচ শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ তাকে নিয়ে ভুল সংবাদ পেয়েছে। তিনি জীবিত রয়েছেন। এতে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে কারজালি কর্তৃপক্ষ লিখেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য কামনা করি।’