বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিজিএমইএর সাবেক পরিচালক, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও প্যাসিফিক জিন্সগ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।
সোমবার বাংলাদেশ সময় সোয়া ৩ টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানে মরহুমের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আনা হবে। সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেডে তার প্রথম নামাজে জানাজা এবং বাদ যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্যাসিফিক গ্রুপে ছয়টি কারখানায় প্রায় ৩২ মানুষ কর্মরত। দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়াংওয়ান গ্রুপের পরেই প্যাসিফিকের অবস্থান। ইউরোপ, আমেরিকা, জাপানসহ ৫০টির বেশি দেশে এককভাবে ৪৫ মিলিয়ন পিস জিন্স প্যান্ট রপ্তানি করেছে প্যাসিফিক জিন্স লিমিটেড। বাংলাদেশ থেকে বর্তমানে জিন্সের মোট রপ্তানি মূল্যের ১০ শতাংশের বেশি করছে প্যাসিফিক জিন্স।