Home Second Lead ‘প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতার সম্মতি নিতে হবে কর্তৃপক্ষের’ : স্বাস্থ্য মন্ত্রণালয়ের...

‘প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতার সম্মতি নিতে হবে কর্তৃপক্ষের’ : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ‘সংগৃহীত তথ্য প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতার বিষয়ে কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ করতে হবে’ এমন একটি সার্কুলার জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটার কারণে সরকারি হাসপাতালের সংবাদ পরিবেশন বাধাগ্রস্ত হবে বলে আশংকা করছেন গণমাধ্যমকর্মীরা।

মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ থেকে সার্কুলারটি ইস্যু করা হয়েছে গত রবিবার। ‘সরকারি হাসপাতালের দর্শণার্থী ব্যবস্থাপনা’  শীর্ষক এই সার্কুলারে আরও  বলা হয়েছে, ‘সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। সংশ্লিষ্ট সংবাদের তথ্য/বস্তুনিষ্ঠতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। বিনা অনুমতিতে হাসপাতালে অভ্যন্তরের রোগী বা স্বাস্থ্য সেবা কার্যক্রমের কোন স্থিরচিত্র বা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না।

 ‘ কয়েকজন গণমাধ্যম কর্মী যারা সার্কুলারটির বিষয়ে অবহিত তারা জানান, `হাসপাতালের পর্দার দাম অস্বাভাবিক । বালিশের কভারের দামও আকাশ চুম্বি। চিকিৎসকরা ব্যস্ত সময় পার করছেন ক্লিনিকে, অবহেলায় রোগী মারা যায় । মেডিকেল কলেজের প্রাঙ্গণে এক একটি গাছ লাগাতে খরচ হবে লাখ টাকা। নিয়োগ বাণিজ্য, ভর্তি বানিজ্য, মেডিকেল সনদ বাণিজ্য, যন্ত্রপাতি কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতি।’ এ রকম হাজারো অনিয়ম ও দুর্নীতির খবর তুলে আনে সাংবাদিকরা।  এ অবস্থায়  আলোচ্য সার্কৃলারটি উদ্দেশ্যমূলক। এতে সংবাদকর্মীদের অবাধ তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি হবে।