Home First Lead প্রণোদনার ঋণ পরিশোধে ৬ মাস সময় বাড়ানোর ‘আশ্বাস’ প্রধানমন্ত্রীর

প্রণোদনার ঋণ পরিশোধে ৬ মাস সময় বাড়ানোর ‘আশ্বাস’ প্রধানমন্ত্রীর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাকালীন সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতন পরিশোধে পোশাক মালিকদের দেওয়া ঋণ পরিশোধে ছয় মাস সময় বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার রাতে পোশাক সংগঠনের নেতারা গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তারা বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশী, বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএর সহসভাপতি ও সম্মিলিত পরিষদের নেতা আবদুল মান্নান কচি। 

বৈঠকের বিষয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা প্রধানমন্ত্রীকে আমাদের বাস্তব অবস্থা জানিয়েছি। করোনায় প্রণোদনা দেওয়ার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা বলেছি প্রধানমন্ত্রীর সহায়তায় সংকট মোকাবিলায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু এখনো সব পোশাক কারখানা সংকট সামলে উঠতে পারেনি। তাদের আরো কিছুটা সময় লাগবে। 

তিনি বলেন, শ্রমিকদের বেতন পরিশোধের পর ঋণ পরিশোধে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে। সে জন্য আমরা বাড়তি ছয় মাস সময় চেয়েছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।