Home First Lead প্রতিদিন দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

প্রতিদিন দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

সদা কর্মচঞ্চল সিঙাপুরের চাঙি বিমান বন্দরের এখন এমন ফাঁকা অবস্থা। সিঙাপুরে আক্রান্ত ৯৮ জন এ পর্যন্ত। ছবি: লাইলাক শহীদ

প্রাণঘাতী করোনা ভাইরাসটি এখন ৬০ দেশে। গত কয়েক দিন ধরে ইরান ও ইতালিতে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াসহ আরও  দেশে ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

মোট আক্রান্তের সংখ্যা ৮৫,২০৭। প্রাণহানি ২৯২৪।

চীনে মোট আক্রান্ত ৭৯,২৫২। সেখানে এ পর্যন্ত মারা গেছেন ২৮৩৫ জন।

কোন দেশে কত আক্রান্ত : চীন ৭৯২৫২, দক্ষিণ কোরিয়া ২৯৩১, ইতালি ৮৮৯, ইরান ৩৮৮, জাপান ২৩৪, সিঙাপুর ৯৮, হংকং ৯৩, মার্কিন যুক্তরাষ্ট্র ৬৪, জার্মানি ৬০, ফ্রান্স ৫৭, কুয়েত ৮৫, থাইল্যান্ড ৪১, বাহরাইন ৩৮, তাইওয়ান ৩৪, স্পেন ৩৩, অস্ট্রেলিয়া ২৫, মালয়েশিয়া ২৫, ব্রিটেন ১২, সংযুক্ত আমির আমিরাত ১৯, কানাডা ১৬, ভিয়েতনাম ১৬, সুইজারল্যান্ড ১৫, সুইডেন ১১, ম্যাকাও ১০, ইরাক ৮, ইসরাইল ৭, অস্ট্রিয়া ৬, নরওয়ে ৬, ওমান ৬, ক্রোয়েশিয়া ৫, গ্রিস ৪, লেবানন ৪, ফিলিপাইন ৩, ফিনল্যান্ড ৩, ভারত ৩, রোমানিয়া ৩, ডেনমার্ক ২, জর্জিয়া ২, মেক্সিকো ২, নেদার‌্ল্যান্ডস ২, পাকিস্তান ২, রাশিয়া ২, আফগানিস্তান ১, আলজেরিয়া ১, আজারবাইজান ১, বেলারুস ১, বেলজিয়াম ১, ব্রাজিল ১, কম্বোডিয়া ১, মিশর ১, এস্তোনিয়া ১, আইসল্যান্ড ১, লিথুয়ানিয়া ১, নর্থ মেসোডোনিয়া ১, মোনাকো ১, নেপাল ১, নিউজিল্যান্ড ১, নাইজেরিয়া ১, সান মেরিনো ১, শ্রীলংকা ১।

জাপানে অবস্থানরত প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্ত  ৭০৫।

বিজনেসটুডে২৪ ডেস্ক