বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জামালপুর: জামালপুরে ১৪৭৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি আধাপাকা ঘর। জানুয়ারির মাঝামাঝি সময়ে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন জামালপুর জেলা প্রশাসন।
ইতোমধ্যে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান। কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।
এ ব্যাপারে জামালপুর জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, জামালপুর সদরে ৪০০, মেলান্দহে ২৬০, ইসলামপুরে ৮৮, মাদারগঞ্জে ১২১, বকশীগঞ্জে ১৪২, সরিষাবাড়ি ২৯৫ ও দেওয়ানগঞ্জে ১৭২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ সরকারি ঘর পাচ্ছেন।
দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘর নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। জামালপুরে এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা। জামালপুরের ডিসি মোহাম্মদ এনামূল হকের নেতৃত্বে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।
জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, ঘরগুলো হস্তান্তর কাজ শেষ হলে জামালপুর জেলার সাত উপজেলায় প্রায় ৫০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোক উপকৃত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক গণমাধ্যমকে জানান, ১৫ জানুয়ারির মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণকাজ শেষে ঘরগুলো হস্তান্তর করা হবে লিকাভুক্ত পরিবারের কাছে।