Home আন্তর্জাতিক প্রধানমন্ত্রী থেকে অগ্নিযোদ্ধা

প্রধানমন্ত্রী থেকে অগ্নিযোদ্ধা

টনি এবট এখন ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবক -ছবি সংগৃহীত

 

লাইলাক শহীদ:

ব্রিসবেন ( অস্ট্রেলিয়া ) থেকে

এই ছবিতে অগ্নি নির্বাপক হিসেবে যে মানুষটিকে দেখছেন তার নাম টনি এবট।

গতকাল সিডনির ৫০ ডিগ্রি তাপমাত্রায় জীবন বাজি রেখে একটি আগুন লাগা বাড়ি রক্ষায় ব্যস্ত দেখা যাচ্ছে । তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাত্র ৫ বছর আগেও ছিলেন দাপুটে প্রধামন্ত্রী। ১৯ বছর ছিলেন সংসদ সদস্য।

ছবি সংগৃহীত

২০১৫ সালে অস্ট্রেলিয়ার ২৮তম প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি যোগ দেন দমকল বাহিনীতে । এখন তিনি দমকল বাহিনীর একজন স্বেচ্ছাসেবক ফায়ারফাইটার।

ছবি সংগৃহীত