Home First Lead ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন

১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচন  আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল । আজ বুধবার  নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল জানান, দেশের ২২তম  প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১২ই ফেব্রুয়ারি। ১৩ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৪ই ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

বাংলাদেশে রাষ্ট্রপতি পদ মূলত আলংকারিক। শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি পদে কাউকে নিয়োগ দেওয়ার কাজটি ছাড়া বাকি সব দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেন। তবে নির্বাচনের সময় রাষ্ট্রপতি কিছুটা গুরুত্ব পান। কারণ তিনি নির্বাচন কমিশনের উপযোগিতার সঙ্গে কাজ করা নিশ্চিত করতে নির্দেশনা দিতে পারেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৫(২) ধারা অনুযায়ী অনুযায়ী, ‘সরকারের সকল নির্বাহী কর্তৃপক্ষ কমিশনকে উহার দায়িত্ব পালনে সহায়তা প্রদান করিবে এবং এই উদ্দেশ্যে রাষ্ট্রপতি, কমিশনের সহিত পরামর্শক্রমে, যেরূপ প্রয়োজন মনে করিবেন সেইরূপ নির্দেশাবলী জারি করিতে পারিবেন।’