Home চট্টগ্রাম ফটো বাইন্ডিংয়ে ফাইবারের চাহিদা বেড়েছে

ফটো বাইন্ডিংয়ে ফাইবারের চাহিদা বেড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: প্রায় ৬০ বছর পূর্বে চট্টগ্রামে ফটো বাইন্ডিং ব্যবসার সূত্রপাত ঘটে। ত্রিপুরা আর্ট হাউসের মালিক প্রতাপ চন্দ্র বৈদ্য এ ব্যবসা শুরু করেন। প্রতাপ বৈদ্যর ছেলে রুপম চন্দ্র বৈদ্য বর্তমানে ব্যবসা দেখা শোনা করেন। নানারকম ঐতিহ্যবাহী কাঠের ফ্রেমের চাহিদা থাকলেও বর্তমানে তা আর নেয়, নেয় কোন মজুর ,যে কাজ হতো ১০-১২ দিন ধরে ফাইবার ফ্রেমের কারণে তা হয়ে ৩-৪ ঘন্টার মধ্যে। চট্টগ্রামে কাঠের তৈরী ফ্রেম শুধুমাত্র কিছু শ্রেণীর মানুষ অর্ডার দিয়ে থাকে এবং শিল্পকলা একাডেমী থেকেও কিছু অর্ডার আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম নগরীর হাজারিগলি এবং ইসলামাবাদ মার্কেটে ফটো বাইন্ডিং দোকানগুলোতে দেখা যায় নানারকম ছবির সমাহার। ঐতিহ্যবাহী চিত্রকরদের ছবি,যেগুলো কাঠের ফ্রেমে বাঁধানো। এগুলোর দাম চাহিদা ভেদে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন কালিদাসের আঁকা ছবি, জয়নাল আবেদিনের আঁকা ছবি ইত্যাদি। চট্টগ্রামে এসকল ছবির চাহিদা ঢাকার তুলনায় কম। ছবির সাইজ অনুযায়ী বাইন্ডিং এর খরচ নির্ধারণ করা হয়, যেমন : ২৪’’-৩৬’’ ছবি ৬০০ টাকা, ২০’’-৩০’’ ছবি ৪০০ টাকা, ১৮’-২৪’’ ছবি ৩৫০ টাকা , ১৮’-৪২’ ছবি ৮০০ টাকা, ১০’-১২’ ছবি ১৫০ টাকা , ১২’-১৬’ ছবি ২০০ টাকা । সবচেয়ে চাহিদা বেশি ১২’-১৬’ সাইজের ছবি বাঁধায়।

রুপম চন্দ্র বৈদ্য বলেন, পূর্বের তুলনায় ফ্রেম বাঁধায়ের কাজ অনেক সহজ হয়েছে। কোন ক্রেতা যদি চাই কয়েক ঘন্টার মধ্যে ফ্রেম বাঁধায় করে দেওয়ার জন্য তাও সম্ভব। আমার পিতা যখন ব্যবসা করতেন সে সময় সেগুন কাঠের তৈরি ফ্রেমের চাহিদা ছিল বেশি, মজুর ছিল কয়েকজন, একটা ছবি বাঁধায় করতে অনেক দিন ধরে সময় লেগে যেত, তবে যাকে আমরা শিল্প বলতে পারি, যত্নসহকারে পলিস করে সৌন্দর্য্যবর্ধন করে বাঁধানো হতো। এ শিল্প এখন নেয়, আধুনিক যুগের মানুষজন অল্পসময়ে কাজ বুঝে নিতে চায়। তাই ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করা ফাইবারের ফ্রেম ব্যবহার করছে, চট্টগ্রামে কোনো আমদানিকারক নেই বলে ঢাকা থেকে কিনে আনতে হয়, তাছাড়া একসময় মজুরের মজুরি ছিল ৩০০ টাকা বর্তমানে তা ৭০০ টাকা , তাই ফাইবারের তৈরী ফ্রেম মেশিনে কাটা হয় বলে মজুরের প্রয়োজন হয়না। করোনার কারণে ব্যবাস প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে তবে ধীরে ধীরে ব্যবসা পূর্বের মতো হবে বলে আশাবাদি।

জনপ্রিয় ছবি ঘরের মালিক আনন্দ মুর্তি জানান, করোনার কারণে বেচা কমেছে। মূলত যারা সখিন এবং ছবি আঁকতে ভালোবাসে ক্রেতার তালিকায় তাদের সংখ্যায় বেশি।

ফটো ফেমাসের মালিক মোঃ এনামুল হক এনাম জানান, ফটো বাইন্ডিংকে আমরা হস্তশিল্প বলতে পারি, ১৯৯৬ সালে আমি যখন ব্যবসা শুরু করি সেসময় সেগুন কাঠের তৈরী ফ্রেমের ব্যাপক চাহিদা ছিল, বর্তমানে কাঠের তৈরী ফ্রেমের চাহিদা নেয় বললেই চলে, এখন ফাইবারের যুগ। ফাইবারের তৈরী ফ্রেম দিয়ে ছবি বাঁধানো হয়।দুই ধরণের ফাইবার রয়েছে, দেশীয় ফাইবার ও চীনের তৈরী ফাইবার, বাজারে চীনের তৈরি ফাইবারের চাহিদায় বেশি। দেশিয় এবং চীনের তৈরি ফাইবারের দাম একিই হলেও চীনেরটা মানে ভাল।