Home আন্তর্জাতিক ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু

ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু

ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ব্রিটেন। তারপর আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও সেই ভ্যাকসিন অনুমোদন করেছে। এবার জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু। এর ফলে বিশ্বের প্রতিটি প্রান্তে সেই ভ্যাকসিন পাঠানো যাবে।

হু জানিয়েছে, একবছর আগে চিনে করোনা সংক্রমণ দেখা যায়। তারপর ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকেই প্রথমে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। হু-এর শীর্ষস্থানীয় অফিসার মারিয়ানগেলা সিমাও বলেন, “আমরা একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছি। এর ফলে বিশ্ব জুড়ে মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে সুবিধা হবে।” পরে তিনি বলেন, “যাঁদের আগে ভ্যাকসিন দেওয়া দরকার তাঁদের জন্য দ্রুত যথাস্থানে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে।”

হু জানিয়েছে, তারা ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করার ফলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সুবিধা হবে। তারাও ওই ভ্যাকসিন অনুমোদন ও আমদানি করতে পারবে। ইউনিসেফ ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থাও এবার দ্রুত ওই ভ্যাকসিন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠাতে পারবে।

বিজনেসটুডে২৪ ডেস্ক