বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও মেঘনা সিমেন্ট লিমিটেড।
সিডিবিএল সূত্র জানিয়েছে, কোম্পানি দুইটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৮ ডিসেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য বছরে ফারইস্ট নিটিং ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস। অন্যদিকে মেঘনা সিমেন্ট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস।