বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ফিনলে আরও একটি চালানে প্রায় ১ লাখ কেজি চা রপ্তানি করছে পাকিস্তানে। এর আগেও তারা সেখানে রপ্তানি করেছে।
ফিনলে টি কোম্পানি দেশের সর্বোচ্চ চা উৎপাদনকারি প্রতিষ্ঠান। গত বছর দেশে উৎপাদিত চায়ের ২০ শতাংশ একাই তৈরি হয়েছে ফিনলের বাগানসমূহে। এর পরিমান ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার কেজি।
বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, চা রপ্তানির ব্যাপারে ইতিমধ্যে ফিনলের প্রতিষ্ঠান কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের অনুকূলে ৪টি অনুমতি পত্র ইস্যু করা হয়েছে। ব্ল্যাক টি রপ্তানি করছে ফিনলে। ইতঃপূর্বেও একই চা রপ্তানি করেছে কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্ল্যাক টি ফ্যাক্টরীটি ফিনলের।
দেশের সবচেয়ে বেশি চা রপ্তানিকারকও ফিনলে। প্রায় ৪০ হাজার একর জুড়ে তাদের ১৭টি বাগান। এসব বাগানে প্রায় ১ লাখ শ্রমিক।
পাকিস্তানে ইস্পাহানি টি লিমিটেডও রপ্তানি করেছে। আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড রপ্তানি করেছে সংযুক্ত আরব আমিরাতে।