বিজনেসটুডে২৪ ডেস্ক
ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ব্যুরো অব ফিফা।
বুধবার (৭ এপ্রিল) থেকেই কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা।
লাহোরের পাকিস্তানে ফুটবল ফেডারেশন কার্যালয় দখলের জের ধরেই ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পাকিস্তান ফেডারেশন থেকে ফিফা অনুমোদিত হারুণ মালিকের কমিটির কাছ থেকে দায়িত্ব নিয়ে সাঈদ আশফাকুল হুসাইন শাহকে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে একটি চিঠি ইস্যু করে। জানায় যে, জোর করে কেড়ে নেওয়া দায়িত্ব যদি ছেড়ে দেওয়া না হয়, তাহলে ব্যবস্থা নেবে ফিফা। ফুটবল সংস্থার ওই চিঠিতে কর্ণপাত না করায় নিষিদ্ধ হলো পিএফএফ।
দুইশ’ র্যাংকিংয়ে থাকা পাকিস্তান ফুটবল ফেডারেশন এর আগে ২০১৭ সালেও ফিফার নিষেধাজ্ঞা পেয়েছিল। এছাড়া সরকারি হস্তক্ষেপের অভিযোগে চাঁদ ফুটবল ফেডারেশনও ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে।