বিজনেসটুডে২৪ ডেস্ক
পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন ফিফা বিশ্বকাপে রুশ জাতীয় ফুটবল দল তাদের জাতীয় পতাকা বহন করতে পারবে না, পারবে না তাদের জাতীয় সঙ্গীত গাইতে। নিরপেক্ষ ভ্যানুতে দর্শকশূন্য গ্যালারিতে তাদের ম্যাচগুলো খেলতে হবে।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা এই ব্যবস্থা নিয়েছে। ইউক্রেন ইস্যুতে নেয়া হলো এই ব্যবস্থা।
রাশিয়াকে আসন্ন ফিফা বিশ্বকাপে নিষিদ্ধ করার পক্ষে সরব পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের ফুটবল খেলুড়ে দেশগুলো। তবে সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি ফিফা।
রবিবার এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানায় তারা। যেটিকে ফিফা বলেছে, ‘তাৎক্ষণিক ব্যবস্থা।’ তবে ফিফার সিদ্ধান্ত প্রত্যাখান করেছে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইডেন।
আগামী ২৪শে মার্চ রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনাল ম্যাচ রয়েছে পোল্যান্ডের।