Home আইন-আদালত ফুলগাজী: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফুলগাজী: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ফেনী: জেলার ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০২মার্চ ) স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান নুরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক দুটি মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, প্রতিকারের জন্য এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

মামলায় অভিযোগ বলা হয়েছে, ২০১৮ সালের ১২ এপ্রিল এক নারী তার শিশু ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি বিচার নিয়ে যান। চেয়ারম্যান শিশুটিকে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। এ ঘটনায় নারীর শাশুড়ি ফুলগাজী থানায় মামলা করলে পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।