Home সারাদেশ ফুলে ফুলে ছেয়ে গেছে বোয়ালমারীর শহিদ মিনার

ফুলে ফুলে ছেয়ে গেছে বোয়ালমারীর শহিদ মিনার

রেজা আহমেদ, বোয়ালমারী (ফরিদপুর)থেকে: বোয়ালমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহিদ মিনার ছেয়ে গেছে ফুলে ফুলে।
সোমবার সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন দলের নেতা কর্মীরা, থানা পুলিশসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন  । একুশের প্রথম প্রহরেই বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
রাত ১২টা ১টি মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থিত বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার সকাল সাড়ে সাতটায় প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, কৃষি অফিসার প্রীতম কুমার হোড় প্রমুখ।