বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ফেনী: শহরের হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে।
শুক্রবার (০৫মার্চ ) রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন- মেহেরুননেছা লিপি এবং তাঁর দুই মেয়ে কলেজছাত্রী ফারা ইসলাম ও স্কুলছাত্রী হাফসা ইসলাম। তাঁরা চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। তাঁরা ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন।
মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখা যায় সফিক ম্যানশনে আগুন জ্বলছে ৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
বিস্ফোরণে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ছাড়া জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।
এদিকে বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা যায়নি৷ শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী।
এসপি জানান, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা তদন্ত করবে ৷ এরপর বিস্ফোরণের কারণ জানা যাবে।’