বিজনেসটুডে২৪ ডেস্ক:
বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসী কূটনীতিককে তলব করেছে ইরান। ইতোমধ্যে ইসলাম ও বিশ্বনবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর স্পর্শকাতর বক্তব্যের পরই বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজ ফিডে আইআরআইবি জানিয়েছে, সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনীতিক পর্যায়ে বৈঠকে, যে কোনো ব্যক্তি তাদের অবস্থান থেকে ইসলামের বিশ্বনবীকে অসম্মান ও যেকোনো ধরনের অবমাননা প্রত্যাখ্যান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ফ্রান্সের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে।
১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।