*বই প্রদর্শনী নয়, জ্ঞানের বিনিময়
বিজনেস টুডে ২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। যেখানে কোন অর্থ পরিশোধ ছাড়াই মিলবে হাজার হাজার বই।
বৃহস্পতিবার (১১ মার্চ) নগরীর জামালাখান মোড়ে সকাল ১২ টায় শুরু হয় এ উৎসব। যা চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজক অংকন দে অনিমেষ বলেন, ‘বই বিনিময় উৎসব’ হিসেবে নামকরণ হলেও ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ এই স্লোগান দিয়ে বোঝানো হয়েছে উৎসবের প্রকৃত উদ্দেশ্য। যে কোন ধরনের বই এখানে বিনিময় করা যাবে। এখানে সব ক্যাটারির বই আছে।
তিনি আরও বলেন, এ আয়োজনে যে কেউ নির্দিষ্ট সংখ্যক পঠিত বই দিয়ে অন্য একজনের রেখে যাওয়া পঠিত বইয়ের সঙ্গে বিনিময় করতে পারবেন।
এমন ইভেন্ট আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ২ হাজার বইয়ের বিনিময়ের লক্ষ্যে এই ইভেন্ট আয়োজন করলেও সকালেই উৎসব শুরু হওয়ার সাথে সাথে বই বিনিময় শুরু হয়ে যায়। আমারা ভেবেছিলাম বিকালে বই বিনিময় বেশি হবে কিন্তু আমাদের ইভেন্ট শুরু হওয়ার সাথে সাথে আশানুরূপ বই বিনিময় হচ্ছে।
কিভাবে বই বিনিময় হচ্ছে জানতে চাইলে তিনি জানান, প্রথমে নিবন্ধন করতে হবে। তার ১০ মিনিটের মধ্যে আমারা বইয়ের ক্যাটাগরি নির্ধারণ করে বই দিচ্ছি।
মূলত করোনার কারণে একুশে বইমেলা না হওয়ায় এবং চারদিকে গ্রাস করে থাকা অবরুদ্ধ এক অর্থনৈতিক বাস্তবতা সবাইকে এক সত্যের সামনে এনে দাঁড় করিয়েছে। তা হলো সমাজের সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বাঁচতে হবে। এফসিএস বই নিয়ে কিভাবে সহযোগিতার নূতন আলাপ তৈরি করা যায় তা দেখাতেই এই ইভেন্টের আয়োজন বলে জনান তিনি।