Home রাজনীতি বঙ্গবন্ধুকে ভালবাসলে লোভ ত্যাগ করে রাজনীতি করুন: সাংসদ লতিফ

বঙ্গবন্ধুকে ভালবাসলে লোভ ত্যাগ করে রাজনীতি করুন: সাংসদ লতিফ

জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ’র উদ্যোগে আগ্রবাদস্থ পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে ১০ জানুয়ারি বেলা ১১.০০ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এম.এ.লতিফ   বলেন, বঙ্গবন্ধুকে ভালবাসলে লোভ ত্যাগ করে রাজনীতি করুন। বঙ্গবন্ধুর মত নিজের স্বার্থ ও লোভ ত্যাগ করে রাজনীতি করার জন্য সকলের প্রতিআহ্বান জানান তিনি।

তিনি মা-বোনদের বাংলাদেশ আওয়ামী লীগ’র পতাকা তলে এনে দলকে সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় “স্বাধীনতা নারী শক্তি” সংগঠন প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করেন।

সভার শুরুতে এম.এ.লতিফ এমপি বঙ্গবন্ধু,তার শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ,তার সরকার ও দলের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম আফজল, নেছার মিয়া আজিজ, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ সভাপতি নুর মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক মো:আলী আকবর,প্রবীন আওয়ামী লীগ নেতা মো:ওমর ফারুক, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি হাজী মো: হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মো: হাসান, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগসভাপতি আব্দুল মান্নান চৌধুরী, লবন শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সহ সভাপতি মো: ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমাম হোসেন, বন্দর সিবিএ সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, রেলওয়ে শ্রমিক লীগের কামাল উদ্দিন চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক টিসু মল্লিক, ৩৮ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক মো:আক্তার উজ জামান, ৩৯ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৪০ নং ওয়ার্ড যুবলীগ’র সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো:আক্তার উজ জামান, ৪১ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, কমার্স কলেজ ছাত্রলীগ’র সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম (রাসেল), মহানগরের ছাত্রলীগের সহ সম্পাদক মো:আরিফ,কমিউনিটি পুলিশ ডবলমুরিং থানার সহ-সভাপতি আব্দুল খালেক এমরান, “স্বাধীনতা নারী শক্তি”র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়মসহ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা ।

-সংবাদ বিজ্ঞপ্তি