বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছেন চট্টগ্রামের বিচারকরা। এসময় তারা বলেন, দেশের নাগরিক হিসেবে বিচারকেরও প্রতিবাদ মিছিলে সামিল হয়ে প্রতিবাদ করার দায়িত্ব আছে ।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে দামপাড়াস্থ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন বিচারকরা।
মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা বাংলাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবেন, একই সাথে প্রতিবাদও করবেন।
তিনি বলেন, চট্টগ্রামের শতাধিক বিচারক আজকের মানববন্ধন ও র্যালিতে অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির পিতার প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই।