Home সারাদেশ বঙ্গবন্ধু কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি

বঙ্গবন্ধু কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোজাফ্ফর হোসেন এমপি
ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভায় মোজাফ্ফর হোসেন এমপি
এমরান হোসেন, জামালপুর থেকে: জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রধান হন এবং সাড়ে তিন বছর দেশ পরিচালনা করেন। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সার্বিকভাবে রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময়ে তার উল্লেখযোগ্য সফলতার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। ইসলামিক ফাউন্ডেশন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর লালিত সব স্বপ্ন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো দেশব্যাপী মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা। বর্তমানে এসব মডেল মসজিদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চর্চা, ইসলামী মনীষীদের চিন্তাভাবনা সম্পর্কে এবং বিজ্ঞান ও সভ্যতার ক্ষেত্রে ইসলামের অবদানের ওপর গবেষণা পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে দেশের মানুষ ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে এবং ইসলামের আদর্শ নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়ে উঠছে।
মঙ্গলবার জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ে ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভা ও প্রশিক্ষন প্রাপ্ত ইমামগণের ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আখতারুজ্জামান সিদ্দিকী এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান সভাপতিতত্ব করেন।