Home অন্যান্য বদলে যাচ্ছে কোকা কোলার স্বাদ!

বদলে যাচ্ছে কোকা কোলার স্বাদ!

বিজনেসটুডে২৪ ডেস্ক

কোকা কোলার স্বাদ বদলে যাচ্ছে? না, চিন্তার তেমন কোনও কারণ নেই। কোকা কোলার ‘কোক জিরো’ ড্রিঙ্কেরই রেসিপি বদল হচ্ছে। দিনকয়েক আগে টুইট করে কোকা কোলা প্রথম চমক দিয়েছিল। বলা হয়েছিল, চিনি ছাড়া ডায়েট কোকের ক্যানও বদলাচ্ছে, আর স্বাদও। কোম্পানির নয়া ক্যাপশন ছিল, হয়েছে, ‘নতুন ক্যান। নতুন ফর্মুলা। আসছে নতুন কোক জিরো সুগার। এবার আরও সুস্বাদু।’

১৯৮৫ সালের পরে এই প্রথম কোকা কোলা তার রেসিপিতে বদল আনছে। তাই স্বাভাবিকভাবেই কোক-প্রেমীদের কৌতুহল তুঙ্গে। সংস্থার তরফে আভাস দেওয়া হয়েছে, চিনি ছাড়া কোকের স্বাদ আরও বাড়বে। স্বাস্থ্য সচেতন কোক-ভক্তরাও আয়েস করে জিরো সুগারের স্বাদ নিতে পারবেন।

তবে শুধু স্বাদ নয়, কোক ক্যানের লেবেলও বদলাচ্ছে। প্যাকেজিং ও মার্কেটিংয়েও চমক আনছে কোম্পানি। এতদিন লালের ওপরে সাদা আর কালো দিয়ে লেখা ডিজাইন থাকত। এখন থেকে লাল ক্যানের ওপরে কালো দিয়ে লেখা থাকবে। আরও স্মার্ট ডিজাইন, জনপ্রিয়তাও বাড়বে বলে মনে করছে কোকা কোলা কোম্পানি।

কোকা কোলার স্বাদ বদলের খবর আবার অনেকে খুশি নন। নেটাগরিকরা আওয়াজ তুলেছেন, আগেরটাই ভাল ছিল। অনেকে আবার কোক ছেড়ে পেপসি খাওয়া ধরবেন বলেও হাল্কা হুমকি দিয়েছেন। তবে জানা যাচ্ছে, এ মাসের মধ্যেই কোক জিরোর নতুন ক্যান এসে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগে আসবে নয়া ফর্মুলার কোক জিরো।