বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে শনিবার বেলা পৌনে ১২ টার দিকে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়েছে।
এর আগে সাহারা খাতুনের কফিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার রাত পৌনে ২টায় একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় তার মরদেহ। পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন।