Home চট্টগ্রাম বন্দরের সাবেক টিও সিরাজের ইন্তেকাল

বন্দরের সাবেক টিও সিরাজের ইন্তেকাল

হাজি সিরাজুল ইসলাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা হাজি সিরাজুল ইসলাম আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে এবং অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি ফেনীর সেনবাগ উপজেলায়। তবে, তিনি স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বসবাস করেন। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী  এবং ফরহেজগার। মঙ্গলবার বাদ মাগরিব নামাজে জানাজাশেষে বন্দর মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ওমানের মাসকাটস্থ বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম এক বিবৃতিতে হাজি সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন। বিবৃতিতে তিনি মরহুমের শোকাহত আত্মীয় স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি