Home জাতীয় পাঁচ ধরনের সঞ্চয়পত্র বন্ধ

পাঁচ ধরনের সঞ্চয়পত্র বন্ধ

বিজনেসটুডে২৪ ডেস্ক

সরকার ১০ ধরনের সঞ্চয়পত্রের মধ্যে পাঁচ ধরনের সঞ্চয়পত্র বন্ধ করে দিয়েছে। তবে এসব সঞ্চয়পত্র বন্ধ করে দেয়া হলেও আগের গ্রাহকদের রাখা অর্থের সুদ এখনো দিচ্ছে সরকার।

যেসব সঞ্চয়পত্র বন্ধ করা হয়েছে সেগুলো হলো- প্রতিরক্ষা সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র, বোনাস সঞ্চয়পত্র, ছয় মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, জামানত সঞ্চয়পত্র।

২০২১ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সঞ্চয় অধিদপ্তরের হিসাব থেকে জানা গেছে, বন্ধ হওয়া হিসাবগুলো থেকে কোনো নতুন জামানত না থাকলেও প্রতিরক্ষা সঞ্চয়পত্রে জানুয়ারি পর্যন্ত মুনাফা দিয়েছে সরকার। বাকিগুলোরও মেয়াদ অনুযায়ী মুনাফা দেয়া হচ্ছে।

বন্ধ থাকা সঞ্চয়পত্রের সুদের বিষয়ে সঞ্চয়পত্র অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া বেগম গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে কয়েকটি সঞ্চয়পত্র বন্ধ করে দিয়েছে সরকার। যেসব সঞ্চয়পত্রের বিক্রি শূন্য সেগুলোই মূলত বন্ধ হয়ে গেছে। সেগুলোর সুদ সরকার দিচ্ছে। নতুন কোনো বিনিয়োগ সেখানে নেই।