এমরান হোসেন, জামালপুর থেকে: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ কর্তৃক স্বীকৃত গবেষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) মেলান্দহে বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
বশেফমুবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে এবং ফিশারিজ বিভাগের প্রভাষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. এ এইচ এম মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে গবেষণার এডি-ইনডেক্সের ওপর ভিত্তি করে ৭ জন গবেষককে সম্মাননা প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
সম্মাননাপ্রাপ্ত ৭ জন হলেন- ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মাহমুদুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুজন মিত্র, গণিত বিভাগের প্রভাষক রিপন রায়, ফিশারিজ বিভাগের প্রভাষক সৈয়দ আরিফুল হক, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ ফখরুল ইসলাম চৌধুরী।