বিজনেসটুডে২৪ ডেস্ক:বাঁদরের জন্য বিদ্যুৎ বিপর্যয় হল শ্রীলঙ্কায়! যাকে কেন্দ্র করে শ্রীলঙ্কার বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ হলেন সাধারণ মানুষ।
গত রবিবার বেলা ১১ টায় দেশটির রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বড় পাওয়ার স্টেশনে কোনওভাবে ঢুকে পড়ে এক বাঁদর। জানা গিয়েছে, ওই বাঁদরই পাওয়ার স্টেশনের সবচেয়ে বড় ট্রান্সফরমারের সংস্পর্শে কোনওভাবে চলে আসে। যার ফলে গোটা দেশেই বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
জানা গিয়েছে, দক্ষিণ কলম্বোর ওই পাওয়ার স্টেশনটি দেশের অন্যতম বড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। তাই সেখানেই বিপত্তি ঘটায় বেশ কয়েকঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে দ্বীপরাষ্ট্রটি।
সূত্রের খবর, গত রবিবার সকাল ১১টায় ঘটনাটি ঘটে। তার তিনঘণ্টা পড়েও বিদ্যুৎ কর্মীরা পরিষেবা স্বাভাবিক করতে পারেনি। আর তাতেই বেজায় চটে যায় সাধারণ মানুষ। পরিকাঠামোর অভাবে সরকারকেই দুষতে থাকেন অনেকে। যদিও গোটা ঘটনার জন্য শ্রীলঙ্কারমন্ত্রী কুমারা জয়াকোড়ি ওই বাঁদরটিকেই দায়ী করেছেন।
তিনি জানান, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বাঁদর। যার ফলে দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে।’