Home চট্টগ্রাম বাঁশখালীতে দু’দিনব্যাপী উন্নয়ন মেলা

বাঁশখালীতে দু’দিনব্যাপী উন্নয়ন মেলা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যের আলোকে বাঁশখালীতে দু’দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে এ উপলক্ষে এক র‌্যালীর আয়োজন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা দিশারী (কৃষাণ ও কৃষাণী) হলরুমে এউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল পাচ্ছে এদেশের জনগণ। শেখ হাসিনার জাদুকরি কর্মকাণ্ডে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

বর্তমান সরকার যেন উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে পারে তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আজিজুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, ডা. শ্যামলী দাশ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. নুরুল ইসলাম।