দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের জন্য কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব দিয়েছেন।
কানাডার বাংলা পত্রিকা ‘নতুন দেশ’র প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক খাত নিয়ে ফেইসবুক লাইভ আলোচনায় তিনি এ প্রস্তাব দেন।
করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর হার তুলে ধরে ড. মইনুল বলেন, যে সব দেশে কার্যকর অর্থে গণমুখী চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান, সেই সব দেশেই মহামারীতে কম মানুষ মারা গেছে। বাংলাদেশেরও সর্বজনীন স্বাস্থ্য সেবা চালুর কোনো বিকল্প নেই।
দেশের চিকিৎসা ব্যবস্থাকে বাজারীকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মইনুল ইসলাম।
তিনি বলেন, আমাদের স্বাস্থ্যখাতের যে কি দুরবস্থা সেটা এবারের করোনা মহামারীর সময় প্রমাণ হয়ে গেছে। মুক্তবাজার অর্থনীতির আফিম গিলে স্বাস্থ্যখাতকে আমরা বাজারীকরণ করে ফেলেছি।
ড. মইনুল বলেন, ‘আমরা ধনাঢ্য ব্যক্তিদের জন্য, উচ্চ মধ্যবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় বড় হাসপাতাল করেছি; বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক করেছি। কিন্তু সরকারি-খাতের হাসপাতালগুলোর মরণাপন্ন অবস্থা।
তিনি বলেন,বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলেছে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও মন্তব্য করেছে।
দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, সরকার কেবল পরীক্ষা হওয়া নাগরিকদের তথ্যের ভিত্তিতে আক্রান্ত এবং মৃতের হিসাব প্রকাশ করছে। এর বাইরে অনেক বেশি মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু সেগুলো প্রকাশ করা হচ্ছে না।
তিনি বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি সরকার যতোটুকু বলছে তার চেয়ে যে খারাপ নয়, সেটা কিন্তু বলা ঠিক হবে না। অত্যন্ত বড় ধরনের সংকটের ভেতর দিয়ে যাচ্ছে দেশ।
ড. মইনুল বলেন, করোনা মোকাবেলায় ভারতের কেরালা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কিন্তু ভালো করছে।
তিনি বলেন, কিউবা সারা বিশ্বকে চিকিৎসক সরবরাহ করছে। ভিয়েতনামে তেমন মারা যায়নি বলা চলে। এই সব দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা (ইউনির্ভাসেল হেলথ কেয়ার) চালু আছে বলেই অত্যন্ত সফলভাবে তারা করোনা মহামারী মোকাবেলা করতে পেরেছে।
ড. মইনুল বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা ব্যবস্থা। অথচ করোনায় আমেরিকায় বিপুল সংখ্যক নাগরিক মারা গেছে। বাজারীকরণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-দেশ রূপান্তর