বিজনেসটুডে২৪ ডেস্ক
১৬ই জুন অ্যান্টিগায় শুরু হচ্ছে প্রথম টেস্ট। সফরে দুই টেস্টের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কিন্তু এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবে না বাংলাদেশের দর্শকরা, শঙ্কা এখন এমনই। স্বাগতিকরা সিরিজের টিভি স্বত্ব বিক্রি করেছে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) কাছে। কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সমপ্রচার স্বত্ব পায়নি বাংলাদেশি কোনো চ্যানেল। এ কারণেই যত ঝামেলা, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী শেষ মুহূর্তে হলেও কোনো চ্যানেল উপায় বের করে দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করে দিবে। যদিও দ্বিপাক্ষিক সিরিজের টিভি সমপ্রচার স্বত্ব বিক্রি করে আয়োজক বোর্ড। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাই হয়েছে। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় পক্ষের কাছে স্বত্ব বিক্রি করলেও এখনো কোনো বাংলাদেশি চ্যানেল সমপ্রচারের ব্যাপারে নিশ্চিত করতে পারেনি। ফলে সিরিজ শুরুর আগে বাংলাদেশি দর্শকদের টিভিতে খেলা দেখানো নিয়ে চলছে জটিলতা।
ক্যারিবীয়ানরা আয়োজক হওয়ায় বিসিবি চাইলেও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। তবে তারা হাত গুটিয়েও বসে নেই বলে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সে দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের ওপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সমপ্রচার করতে পারে। এ ছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না। তবে আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সমপ্রচারের সঙ্গে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা করবে।’ জানা গেছে সমপ্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছে কারণ কনসর্টিয়ামের মাধ্যমে টিভি স্বত্ব পুনরায় বিক্রি করতে পারে টিএসএম। দুইটি টিভি চ্যানেল ও কয়েকটি এজেন্সি নিয়ে কনসর্টিয়াম। টিভি চ্যানেল দুইটির কোনো ঝামেলা না থাকলেও এজেন্সিগুলোর সঙ্গে টিএসএমের ঝামেলায় আটকে আছে সবকিছু।