বাঘা (রাজশাহী) থেকে সাজ্জাদ মাহমুদ: বাঘায় গত বছরের ন্যায় এবারও বাঘা ব্লাড ব্যাংক এলাকার শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাঘা শাহী মসজিদ, বাঘা মাজার এলাকাসহ বাঘা সদরের আশে পাশের কয়েকটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র (কম্বল) অসহায় শীতার্তদের হাতে তুলে দেয় বাঘা ব্লাড ব্যাংকের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদ এ হাসান, সিয়াম, শাহিনুর সরকার স্বাধীন, মুস্তারিফ, কিশোর সহ বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দরা ।
বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদ এ হাসান জানান, বাঘা ব্লাডব্যাংক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মূলত অসহায় রোগীদের রক্তের প্রয়োজনে সেচ্ছায় রক্ত সংগ্রহ করে সহায়তায় করে থাকি।
তিনি আরো বলেন বাঘা ব্লাড ব্যাংকের উপদেষ্টা কালাম আজাদ, ইতালি প্রবাসি পরাগ চাচা, অমিত পান্ডে দাদা সার্বিকভাবে আমাদের সব সময় সহযোগিতা করে থাকেন। আমি তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞা প্রকাশ করছি এবং সেই সাথে আপনাদের সকলের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি সব সময় আপনাদের মানুষের পাশে থাকার তাওফিক দান করুন আমিন।