Home রাজনীতি বাজেটে ২০% স্বাস্থ্যখাতে বরাদ্দের দাবি বামজোটের

বাজেটে ২০% স্বাস্থ্যখাতে বরাদ্দের দাবি বামজোটের

চট্টগ্রাম: জনগণের সর্বজনীন স্বাস্থ্য সেবার অধিকার নিশ্চিত ও করোনা নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো, আইসিইউ শয্যা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে  বাম গনতান্ত্রিক জোট।

রবিবার নগরীর আন্দরকিল্লা মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা সারাদেশে স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং  বাজেটে কমপক্ষে ২০% স্বাস্থ্যখাতে  বরাদ্দের দাবি জানিয়েছেন।

সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) নেতা আসমা বেগম ও বাসদ নেতা রায়হান উদ্দিন।

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম বলেন, আমাদের দেশে স্বাস্থ্যখাতের উন্নয়নকে উপেক্ষা করে গুরুত্ব দেওয়া হচ্ছে জনগণের হার্ড ইমিউনিটির উপর। লুটপাটের পাহারাদার এ সরকার একটির পর একটি জনগণের স্বার্থ বিরোধী নীতি ও কাজ করে যাচ্ছে। অগণিত মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু শনাক্ত ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে মানুষ। অথচ সরকার নির্বিকার। এদিকে ব্যবসায়ী ও ধনিক শ্রেণীর স্বার্থরক্ষা করে প্রণীত হয়েছে এক বাজেট। মহামারীর সময়ে যেখানে জনগণ আশা করেছিল জনবান্ধব এক বাজেট, সেখানে উপেক্ষিত হয়েছে জনস্বার্থ।

-সংবাদ বিজ্ঞপ্তি