Home আইন-আদালত বাবুনগরীসহ ১৫ জনের জবানবন্দি নিল পিবিআই

বাবুনগরীসহ ১৫ জনের জবানবন্দি নিল পিবিআই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম:

হেফাজতে ইসলামের আমির আহমদ শফির মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ১৫ জনের জবানবন্দি নিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

মামলার বাদি আল্লামা শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দীন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে তারা এ জবানবন্দি নেন।

দু’জন পুলিশ সুপারের নেতৃত্বে ২ ঘণ্টা পর্যন্ত অন্তত ১৫ জনের জবানবন্দি নেন তারা। সেখানে উপস্থিত হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর সঙ্গেও কথা বলেন।

পিবিআইয়ের তদন্ত টিমের সদস্যরা হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফির কক্ষে গিয়ে আলামত সংগ্রহ করেন। এরপর তদন্ত দল ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে অনুসন্ধান করে।

আল্লামা আহমদ শফি অসুস্থ অবস্থায় ১৭ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে আসার সময় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দিয়ে অক্সিজেন পাইপ খুলে দেওয়ার অভিযোগ করা হয়।