Home জাতীয়  বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না, আইন-আদালত মানে না: ওবায়দুল কাদের

 বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না, আইন-আদালত মানে না: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। তাই তাদের জনপ্রিয়তা তলানীতে গিয়ে ঠেকেছে। নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপির মন্তব্য হাস্যকর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না। তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য, যে কোন উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন ও লুটপাটের রাজনীতি চর্চা করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে চোরাইপথে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য রয়েছে তাদের।

তিনি বলেন, ৬ জানুয়ারি সাভারে ও ৭ জানুয়ারি নোয়াখালীতে আওয়ামি লীগের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে জাহাঙ্গীর কবির নানক শীতবস্ত্র বিতরন করবেন।