বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামিন আবেদনের শুনানি শেষে রবিবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে তার জামিনে মুক্তিতে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে মীর নাসিরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।