Home Second Lead বিএসএএ নির্বাচনে সবার প্রার্থিতা বৈধ

বিএসএএ নির্বাচনে সবার প্রার্থিতা বৈধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থীদের সবাই বহাল রয়েছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যায় সবার প্রার্থিতা বহাল রয়েছে। ৩ প্রার্থীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হয়নি।

মোট প্রার্থী সংখ্যা ৬৫। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে মোট প্রার্থী ৪৪ এবং এসোসিয়েটে ২১ জন।

অর্ডিনারি ক্যাটেগরির প্রার্থীরা হলেন: সৈয়দ মোহাম্মদ আরিফ, এ কে এম আতিকুর রহমান, সৈয়দ ইমাম হোসেন, দেবপ্রসাদ ভট্টাচার্য, এম আলী আশরাফ আহমদ খান, এস এম এনামুল হক, সৈয়দ মাহমুদুল আহসান, সৈয়দ নুরুদ্দিন, এস এম মাহবুবুর রহমান, এএসএম সালাহউদ্দিন, মোহাম্মদ শাহেদ সরওয়ার, মো. রকিবুল হায়দার খান, এটিএম শহিদুল্লাহ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মুনতাসির রুবাইয়াত, মো. দিদারুল আলম চৌধুরী, এসএম আনোয়ার হোসেন,মো. সাজ্জাদুর রহমান, তানজিল আহমেদ রুহুল্লাহ, মোহাম্মদ ওবাইদুল হক, আনোয়ার হোসেন মজুমদার ( শিমুল ), কপিল উদ্দিন আহমেদ, গোলাম ফারুক, আনিস উদ দৌলা, আজিম রহিম চৌধুরী, মামুনুর রশিদ, সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দিন, মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আজমির হোসেন চৌধুরী, এনামুল হক,মো. আবদুল আমিন, খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ জিয়াউল কাদের, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ আবদুল্লাহ জহির, মাশহুর আলম, শাহ মো. রাফখাত আফসার, মো. আজফার আলী, সারতাজ মুহাম্মদ ইমরান, শহিদুল মোস্তাফা চৌধুরী, মো. কামরু ‍উজ জামান, সৈয়দ ইকবাল আলী এবং মোহাম্মদ ওসমান গনি চৌধুরী।

এসোসিয়েট ক্যাটেগরির প্রার্থী: নাজমুল হক, মোহাম্মদ মোরশেদ হারুন, মো. সাইফুল কাদের, কবির আহমেদ, মো. রেয়াজ উদ্দিন খান, ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল, খায়রুল আলম সুজন, প্রবীর সিংহ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সানিয়াত লুৎফি, কাজী মনসুর উদ্দিন, মোস্তাফিজুর রহমান, বোরহান উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওবাইদুল হক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মোহাম্মদ আবুল খায়ের, মো. জহিরউদ্দিন জুয়েল, মোহাম্মদ তহিদুল ইসলাম এবং ওয়াহিদ আলম।

এবারে মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে  ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২। আগামী ৪ এপ্রিল ভোট।

উল্লেখ্য, সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ইতঃমধ্যে তাদের প্যানেল ঘোষণা দিয়েছে এবং পুরোদমে প্রচারণায় নেমে পড়েছে। বর্তমান পরিচালক শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন অপর প্রতিদ্বন্দ্বি গ্রুপ কিছুক্ষণের মধ্যে তাদের প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে।